(দেবাশীষ চক্রবর্তী বাবু):  কলারোয়ার জয়নগরে আসন্ন বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে, যেটি আসলে চোখে পড়ার মতো। ২৫ শে ডিসেম্বর শুভ বড়দিন কে সামনে রেখে চলছে উৎসবের আমেজ, নগর কীর্তন এর মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বড়দিনকে স্মরণ করছে।
১৮ ই ডিসেম্বর রাতে ধানদিয়া মিশন থেকে তোলা ছবি থেকেই এটি প্রকাশিত হচ্ছে যে তাদের ভেতরে উৎসবের আমেজের কমতি নেই। নারী-পুরুষ সম্মিলিতভাবে নগর কীর্তন এর মধ্য দিয়ে প্রভু যীশু কে স্মরণ করছে।
শুভ বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আর এই উৎসবকে সামনে রেখে প্রস্তুতি চলছে বড়দিনের সাজসজ্জার। প্রতিটি বাড়িতে রংবেরঙের আলোকসজ্জায় সেজেছে, যেটি দেখলেই বোঝা যায় উৎসব যেনো সম্মুখে।
বড়দিনের পাঁচদিন ব্যাপী থাকছে নানা আয়োজন। যাত্রা কনসার্ট এবং ধর্মীয় অনুষ্ঠান। ২৪ তারিখ রাত থেকেই শুরু হবে বড়দিন ,রাত বারোটার পর ২৫ শে ডিসেম্বর যীশু খ্রীষ্ট জন্মগ্রহণ করেন। প্রভু যীশুর জন্মদিন উপলক্ষ খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, যিশুখ্রিস্টের জন্মদিন তারই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করবে তারা। ২৪ তারিখ থেকে শুরু হয়ে পাঁচদিনব্যাপী থাকছে বড়দিনে নানা অনুষ্ঠান।
আয়োজক কমিটির সভাপতি মানুয়াল মন্ডল জানিয়েছেন, আসন্ন বড়দিনকে সামনে রেখে সকল খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। যেটি তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশে পাঁচ দিনের অনুষ্ঠান সমাপ্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সে সাথে সকল সম্প্রদায়ের মানুষদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।