বাপ্পী সরকার, সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুর্যোগ পূর্বাভাস, অনুসন্ধান-উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের ইউনিয়ন পরিষদের হলরুমে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ইউএসআইডি/বিএইচএ এর আয়োজনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। সিপিপি এর বিভাগীয় সহকারী পরিচালক আলঙ্গীর হোসেন ৩৮ জন ওয়ার্ড ডিএমসি, ইউডিএমসি ও যুবস্বেচ্ছাসেবকদের হাতে কলমে মনোমুগ্ধকর প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় নবযাত্রা প্রকল্পের এএসএসও আব্দুর রাজ্জাক শাহ ও প্রগ্রাম অফিসার বিপ্লব তপাদার উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সাথে সেশনের লক্ষ্য উদ্দেশ্য সহভাগিতা করেন। উল্লেখ্য যে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ইউএসআইডি/বিএইচএ এর আয়োজনে কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের মোট ৪৫৬ জন সদস্যকে দুর্যোগের ঝুঁকি হ্রাস, পানিতে ডুবা, সাপে কামড়ানো, বিষ পান করা রোগীকে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান প্রশিক্ষকবৃন্দ।