নড়াইলের কালিয়ায় অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চরবল্লারহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জানান, আঠারোব্যকি নদীর পাশে লাশটি পড়ে ছিল। গলিত লাশটি চেনার কোনো উপায় নেই। এলাকাবাসীর খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তার পরনে কালো রংয়ের বোরকা আছে। ধারণা করা হচ্ছে- প্রায় দুই সপ্তাহ আগে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশটি নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।