কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় একই সঙ্গে আপন তিন বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে থানা থেকে মেয়েদের মরদেহ নিয়ে যাওয়ার সময় বুক চাপড়ে চিৎকার করে কান্না করছেন বাবা শেখ ফরিদ। নিহত তিন বোনের বাবা বলছেন, ‘আমার কলিজার টুকরারা কইরে, আমার জান পাখিরা কইরে, আমার হিরা মানিক কইরে?’ জানা গেছে, কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে প্রাণ হারানো চারজনই একই পরিবারের।
দুর্ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। বাবা শেখ ফরিদ বলেন, গত সোমবার আমি চিকিৎসক দেখাতে ঢাকা মেডিকেল গেছিলাম, তাদের মা বাড়িতেই ছিল। আমার তিন মেয়ে ও তাদের নানি জুলেখা মামার বাড়ি কুমিল্লার তিতাস এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে ট্রলারডুবির ঘটনা ঘটে।
এ ঘটনার আমার তিন মেয়ে ও তাদের নানি মারা যায়। সোমবার দুইডা মাইয়ার মরদেহ লইয়া ঢাকা গেছি। ওই দুইডারে কবরে দিয়া আইজ আরেকটার মরদেহ লইয়া বাড়িত যাইতেছি। আমার চেয়ে হতভাগ্য বাপ আর কে আছে। এহন কে আমারে আব্বা কইয়া ডাকব।’ মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।