মোত্তাহিদ ইসলাম মারজান,উলিপুর উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উজান থেকে আসা পানি আবার ও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জেলায় আরো নতুন নতুন এলাকা গুলো প্লাবিত হয়ে বন্যা অবনতি আরো ভয়াবহ হচ্ছে। এসব নীচু এলাকায় এলাকায় জেলার প্রায় ৩৫ হাজার জনগন পানিবন্দী রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায় (৩সেপ্টেম্ব) ধরলার ব্রীজ পয়েন্টে বিপদসীমার ১১সেন্টিমিটার ও ব্রাহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে চিলমারী পয়েন্টে ৫১সেন্টিমিটার বেগে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা দুধকুমোর সহ জেলার সব কটি নদীর পানি বেড়ে হাজারো লোকবল পানি বন্দী হয়ে আছে এবং অনেকেই উচুঁ স্হানে আশ্রয় নিতে শুরু করেছে। এসব এলাকার কাচা রাস্তাঘাট পানির নিচে তলীয়ে গেছে। এখনপর্যন্ত জেলার প্রায় ১৫ হাজার হেক্টর জমি আমন ক্ষেত তলিয়ে গেছে। তবে উলিপুরে কত হেক্টর জমি তলিয়ে গেছে তা সঠিক জানা যায়নি।

কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পূনবার্সন সূত্রে জানা গেছে জেলায় বন্যার্তদের জন্য ১২ লক্ষ ২শ ৮০ মেট্রিক টন চাল বরাদ্দ রয়েছে, তবে এসব বিতরণ কার্যক্রম এখনো শুরু হয়নি।