মাগুরা প্রতিনিধিঃমাগুরা জেলা আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে শুরু হয়ে দুই পর্বের এ বর্ধিত সভা শেষ হয় সন্ধ্যার পর।
মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আ ফ ম আবদুল ফাত্তাহ সাহেবের সভাপতিত্বে এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। এ বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মোঃ আমিরুল আলম মিলন এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড.গ্লোরিয়া সরকার ঝর্না এমপি, মাগুরা-১ আসনের মাননীয় এমপি এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ ড.শ্রী বীরেন শিকদার।
আ ফ ম আবদুল ফাত্তাহ সাহেবের অসুস্থতা জনিত কারণে সভাপতির দায়িত্ব পালন করেন সহ সভাপতি মুন্সি রিজাউল হক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব পঙ্কজ কুমার কুন্ডু।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।