ঢাকা জেলার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েলে অসুস্থ অবস্থায় মো. রমিজ উদ্দিন (৫৩) নামের এক কয়েদিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালের দিকে এই ঘটনাটি ঘটে।

গুরুতর অসুস্থ কেরানীগঞ্জের তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন। তাকে নিয়ে আসা কারারক্ষী আশরাফুল জানান, তার কয়েদি নম্বর ১৪৩০/এ। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।

আজ ভোরে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবার নাম হাকিমুদ্দিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

কলমকথা/সাথী