শেখ মোস্তফা কামাল, কেশবপুর, যশোর প্রতিনিধিঃ স্থানীয় সরকার অধীনে পঞ্চম ধাপে আগামী ০৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩ জানুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তমিজুল ইসলাম খান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবির।
মতবিনিময় সভায় যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, এ উপজেলায় ইউপি নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে আমরা বদ্ধপরিকর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।