কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও নব-নির্বাচিত মেম্বরদের প্রথম সভা রবিবার সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। হাসানপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান তৌহিদুজ্জামান এর সভাপতিত্বে ও ইউপি সচিব মিনারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রথম সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নব-নির্বাচিত ইউপি সদস্য এস এম হেকমত আলী, মাষ্টার কামরুজ্জামান, বুলবুল আহম্মেদ, ডাঃ আশরাফুজ্জামান, কল্লোল চন্দ্র দাস, আব্দুর রশিদ, নুরনবী সামদানী, আরফাজুল ইসলাম, আতিয়ার রহমান, সাজেদা বেগম, জাহানারা বেগম, রুবিয়া বেগম প্রমুখ। প্রথম সভায় ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান ইউনিয়ন পরিষদের মেম্বর. উদ্যোক্তা ও গ্রাম পুলিশদের ফুল দিয়ে বরণ করে নেন।

কলমকথা/হুমায়ূন