রাম জোয়াদার,কোটচাঁদপুর (ঝিনাইদহ):
কোটচাঁদপুরে খোলাবাজারে স্বল্পমূল্যে বিক্রি হচ্ছে চাল ও আটা।
গেল ২৫ জুলাই থেকে কোটচাঁদপুরেস্বল্পমূল্যে খোলাবাজারে চাল ও আটা বিক্রি শুরুহয়েছে। পৌরশহরের ৫টি কেন্দ্র থেকে এ সামগ্রী বিক্রি করছেন ওএমএস ডিলাররা।
এ উপজেলায় ৫ জন ওএমএস ডিলারের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। যারমধ্যে রয়েছে মো: রিপনমন্ডল,আমির হোসেন,খন্দকার মোজাম্মেল হক দবি,আতিয়ার রহমান,আতিকুর রহমান। এরমধ্যে প্রতিদিন ৪ জনডিলার পৌরশহরের ৫ টি কেন্দ্র থেকে এ সব খাদ্য সামগ্রী বিতরন করবেন।
খাদ্য সামগ্রীরমধ্যে রয়েছে চাল ও আটা। এ সব -একজন ব্যক্তি ৫ কেজিচাল ও ৫ কেজি আটা নিতে পারবেন। যারমূল্য ধরাহয়েছে চাল ৩০ টাকা কেজি আর আটা ধরাহয়েছে ১৮ টাকাকরে।
ডিলার গুলোরমধ্যে মোঃরিপন মন্ডল বিক্রি করছেন কোটচাঁদপুর-তালসার সড়কে,খন্দকার মোজাম্মেল হক চৌগাছা বাসস্ট্যান্ড, আমির হোসেন হাইস্কুল সড়কে, আতিয়ার রহমান গাজী কলেজ বাসস্ট্যান্ড এবংআতিকুর রহমান বিক্রি করবেন ব্রীজঘাট মোড়এলাকায়। সপ্তাহে ৬ দিন এ চাল ও আটা পাওয়া যাবে ওই সব স্থানে। কিন্তু অধিকাংশ ডিলারপয়েন্ট চৌখে পড়ে চাল ও আটা নিতে আসা মানুষের ভিড়।
এদেরমধ্যে কিছু মানুষের মুখে মাক্স থাকলেও সামাজিক দুরত্ব মানছেনা কেউ। বিষয়টি নিয়ে ডিলার আমির হোসেনের সাথে কথা হলে তিনি জানান,একটু সমস্যা হচ্ছে। তবে আগামীদিন থেকে ঠিককরে নেয়াহবে। ডিলার রিপন মন্ডলের দাবী স্বস্থ্য বিধি না মানলে মাল দিচ্ছি না কারোর।
এ ব্যাপারে উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা জানান,প্রতিদিন সকাল ৯ টা থেকে চাল,আটা দেয়া শুরুহয়। চলে লোকজন থাকাপর্যন্ত। তবে ৫ টাপর্যন্ত থাকারকথা। সাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা। এমন প্রশ্নে তিনি বলেন,ওটা দেখারজন্য আমি স্বরজমিনে গিয়েছিলাম। ক্রেতাদের বলেছি। ডিলারদের হ্যান্ডস্যানিটাইজার রাখতে বলেছি।