মোছাঃ মিম পারভীন,নিজস্ব প্রতিনিধি:  মনিরামপুর উপজেলা বিভিন্ন গ্রামে মিলছে শত শত বন্য প্রাণী হনুমান জানাজায় এই হনুমান মনিরামপুরের পার্শ্ববর্তী থানা কেশবপুর থেকে এসেছে।বেশ কয় এক মাস ধরে এই হনুমান দের আগমন প্রায় দেখা যাই মনিরামপুর পৌর শহরে।গ্রামে হনুমান দেখতে ছোট্ট থেকে বয়স্ক মানুষের ভিড়।কেও কেও কলা রুটি বাদাম খেতে দিচ্ছে দেখা যাই।মাঝে মাঝে এই বন্য প্রাণী হনুমানের দারা খয় ক্ষতির ও প্রামাণ মিলছে।বিভিন্ন ফসলি জমিতে উৎপাত করছে হনুমানে।ফলে কৃষকের ফসল নষ্ট হচ্ছে হতাস হয়ে পড়ছে গাজর বেগুন কলা চাষিরা।কোনো সময় হনুমানের দেখা মেলে ছবেদা গাছে।খাদ্যের অভাবে এক এলাকা থেকে অন্য একায় ছুটে চলেছে এসব হনুমান।মাঝে কুকুরের দাবড়ে ছিটকে পড়ে আহাত হতে হচ্ছে হনুমানের দৌড়ে পালাতে যেয়ে মৃত্যও হয়েছে মনিরামপুর পাইলট ইস্কুল গেটে একটি বন্য প্রাণী হনুমানের অনেক মানুষ ও অমানবিক আচরন করছে বন্য প্রাণী হনুমানের উপর ফলে আঘাত প্রাপ্ত হচ্ছে হনুমান।

মনিরামপুর উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর অফিসে যোগাযোগ করলে নাম্বার বন্ধ দেখায়।0422778250/01784482949/01969653176 সব নাম্বার গুলা বন্ধ দেখায়।

মনিরামপুর পৌর শহরের সাধারণ মানুষের দাবি সরকার যদি এই বন্য প্রাণী হনুমানের থাকা ও খাদ্যের ব্যবস্থা করে দেই তা হলে হয়তো এরা এভাবে গ্রামে গ্রামে খাদ্যের জন্য ছুটে বেড়াবে না।এবং এরা নিয়মিত খাদ্য যেখানে পাবে সেখানেই থাকবে বলে আশাবাদি।