মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ– দিনাজপুরের খানসামায় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইউনিয়ন পরিষদ পরিষদ নির্বাচনে খানসামা উপজেলায় ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামীলীগ।
রবিবার (২১ নভেম্বর) দুপুর ২ ঘটিকার পরে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থীর দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন যারা তারা হলো, ১ নং আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদে সাবেক ইউপি চেয়ারম্যান মোকছেদুল গণি রাব্বু শাহ্, ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাফিজুল হক হাফিজ সরকার, ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, ৪ নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাজেদুল হক সাজু, ৫ নং ভাবকি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলাম, ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আইনুল হক শাহ্।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।