মোঃ জসিম উদ্দিন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ-দিনাজপুরের খানসামা উপজেলায় অপরাধ প্রতিরোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ হলরুমে বিট পুলিশিং এর আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

৬ নং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি শেখ কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়ন বিট ইনচার্জ এস আই গৌতম কুমার সাহা, এস আই চয়ন কুমার রায় ও সুধীজন।

গোয়ালডিহি ইউনিয়ন বিট ইনচার্জ এস আই গৌতম কুমার সাহা চালকদের উদ্দেশ্যে বলেন,আমাদের দেশে ব্যাপক সড়ক দূর্ঘটনা ঘটছে এজন্য নিজেদের কে অনেক সচেতন হতে হবে। নিজের সচেতন হলে সড়ক দূর্ঘটনা হতে আমরা অনেক টা রক্ষা হতে পারব। সড়ক দূর্ঘটনা যে শুধু চালকের কারনেই হয় তা নয় অনেক সময় নিজেদের অসচেতনতা জন্য দূর্ঘটনা হয় সেই জন্য আমাদের প্রত্যেক কে সচেতন হতে হবে। তিনি আরও বলেন,চালকদের নিজেদের নিজ অবস্থানে থেকে ট্রাফিক শৃংখলা বজায় রাখতে হবে। জীবনের জন্য জীবিকা। তাই গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স, ওভারলোড, উল্টোপথে গাড়ি চালানো, মদপ্য/অসুস্থ অবস্থায়, ঘুমান্ত অবস্থায় গাড়ি চালনা করা যাবে না বলে নির্দেশ প্রদান করেন।