মোঃ জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের (পাকেরহাটে) আজগর মেম্বারের মিলের পিছন থেকে শুরু করে মকবুল তফসিলদারের বাড়ি পর্যন্ত ৩৭৫ ফিট দৈর্ঘ্য ও ৬ ফিট প্রস্থের আরসিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার এলজিএসপি -৩ অধিনে প্রায় ৩ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যায়ে রাস্তার আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আঙ্গারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফা আহমেদ শাহ।

এ সময় আঙ্গারপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাজাহান পাটোয়ারী সহ ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।