শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে খুলনায় লাঠিচার্জ করেছে পুলিশ। পুলিশের বাঁধা উপেক্ষা করে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে আজ সোমবার (২২ নভেম্বর) বেলা ১১টায় বিক্ষোভ কর্মসূচি শুরু করে বিএনপি।
পরে লাঠিচার্জ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, নগর বিএনপির সহ-সভাপতি মীর কায়সেদ আলীসহ দলের ১২-১৪জন আহত হয়েছেন বলে দাবি দলটির।
অন্যদিকে দৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক সাদ্দাম হোসেন, দৈনিক জন্মভূমির দেবব্রত রায়সহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। পরে অফিসে সাংবাদিকদের জানান তাদের দলে ১৫-২০ জন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের বক্তব্য তাঁরা অনুমতি ছাড়াই সভা সমাবেশ করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।