শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার বাসস্টান্ড জিরো পয়েন্ট বাজার অভিমুখ প্রধান সড়ক ও ফুটপাতের উপর অবৈধ স্থপনা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ করেছেন পৌর কর্তৃপক্ষ। সোমবার সকালে পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জুর উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী অবৈধ স্থপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় বাসস্টান্ড জিরোপয়েন্টে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় তিনি বলেন, রাস্তার পাশে বিভিন্ন দোকান গড়ে উঠেছে । অন্তরালে দোকান মালিকরা দোকানের সামনে অতিরিক্ত টিনের চাল দিয়ে নিজ দখলে রেখে ব্যবসা পরিচালনা করে আসছে। একারণে রাস্তায় যানযট সহ দূর্ঘটনার কবলে পড়ছে যানবাহন ও পথচারী। বাজারে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় তাদের উচ্ছেদ করে রাস্থা পরিস্কার রাখা হয়েছে । পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান জানান, কিছু অসাধু ব্যবসায়ী রাস্তার উপর টিনের বেড়া ও চাল দিয়ে দখল করে রাখে। সাধারণ মানুষের যানমাল রক্ষায় ও সচ্ছ পৌরসভা গড়ার জন্য এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। প্রথম দিন কিছু স্থপনা অপসরণ করে ও দোকান মালিকদের নিজ খরচে ভেঙ্গে ফেলার জন্য সতর্ক করে এসেছি। যদি তারা স্থাপনা ভেঙ্গে বা সরিয়ে নানেন তাহলে আগামিকাল থেকে বুলডুজারের মাধ্যমে ভেঙ্গে ফেলা হবে। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, যেহেতু পৌরসভার কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাই সেহেতু উপজেলা সমন্নয় ও আইন শৃঙ্খলা মিটিংয়ে উত্থাপনের পর সমন্নয় ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।