খুলনায় একটি বেসরকারি হাসপাতালে বিকট শব্দে এসি বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন।শনিবার রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা এলাকার মনিপাল এএফসি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— রনি (৩২) ও রাজু (৩৪)। তাদের বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নষ্ট এসির জন্য গ্যাসের সেন্ট্রাল বয়াতে গ্যাস নেওয়ার জন্য হাসপাতালে যান মিস্ত্রি রনি ও রাজু। সেখানে তারা এসি মেরামত করছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে দুই মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে রাজুর অবস্থা আশঙ্কাজনক।
সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দাশ বলেন, রাত সাড়ে ১১টার দিকে ওই হাসপাতাল থেকে বিকট শব্দ শুনতে পাই। শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
দুজনকে আহতাবস্থায় উদ্ধার করে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস রয়রা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানকার সিনিয়র স্টেশন অফিসার সাইফুজ্জামান জানান, বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।