শেখ শহীদুল্লাহ্ আল আজাদ,খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা জেলার চুকনগরে পুলিশের গাড়ী, মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৫ জন। আজ ১৭ই মে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া বিশ্বাস ক্ষাড়ির মোড়ের সামনে এ ঘটনা ঘটে। উক্ত বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা নৌ পুলিশের একটি পিকআপ ভ্যান বেলা সাড়ে ১১টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া বিশ্বাস ক্ষাড়ির মোড়ের সন্নিকটে পৌছালে ভ্যানটি পিছনের চাকা পান্সার হয়ে যায়। এসময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি বাড়ির ভিতরে চলে যায়। এসময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত ভ্যান মহাসড়কের উপর ছিটকে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেলের ও ভ্যানে থাকা ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় আহতরা হলেন, ইঞ্জিন ভ্যানের যাত্রী ডুমুরিয়া উপজেলার কাটাখালী গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে কামরুল ইসলাম গাজী(৩৪) এবং পাইকগাছা উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের জামাত ঢালীর ছেলে সুজাত ঢালী (৪৫)। এ সংবাদ শোনার পর ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সংবাদ শোনামাত্রই ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।