চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০০ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িযেছে ৫৭ হাজার ৬৭০ জন এবং সর্বমোট মৃতের সংখ্যা ৬৮১ জন। রোববার (২৭ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রামে করোনার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলার ৮টি ল্যাবে ১৩৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩০০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ২০৪ জন ও উপজেলায় ৯৬ জন। এছাড়া, একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু ঘটে। এদের মধ্যে ৬ জন জেলার বিভিন্ন উপজেলায় এবং ১ জন মহানগরীতে মারা যান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।