কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় ভোলা জেলায় ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনা পজিটিভ
শনাক্ত হয়েছে। একদিন জেলায় ১৭৫টি নমুনা পরীক্ষা করে ১০২ জনের শরীরে
করোনা পজিটিভ শনাক্ত হয়।
গত এক বছরে এটিই জেলায় একদিনে সর্বো”চ করোনা পজিটিভ শনাক্তের রেকর্ড। এর আগে ১৬ জুলাই একদিনে সর্বো”চ শনাক্ত ছিল ৭১ জন। জেলায় বর্তমানে নমুনা সংগ্রহের বিপরীতে শনাক্তের হার ৫৮.২৯
শতাংশ। গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৬১ জন, দৌলতখানে ৮ জন, বোরহানউদ্দিনে ১৯ জন, লালমোহনে ১ জন, চরফ্যাশনে ১ জন, তজুমদ্দিনে ১ জন ও মনপুরা উপজেলায় ১১ জন রয়েছেন। রোববার (২৫ জুলাই) সকালে ভোলা জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মোঃ মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেন। জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৯৬৭ জন। এদের মধ্যে সু¯’ হয়েছেন ২ হাজার ২০৭ জন। বর্তমানে আক্রান্ত আছেন ৭৩০ জন। গত ২৪ ঘণ্টায় সু¯’ হয়েছেন ২৪ জন। হাসপাতালে নতুন করে করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১৫ জন। বর্তমানে হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন।
গত ১৪ মাসে জেলায় মারা গেছে ৩০ জন। যাদের মধ্যে গত ৭ মাসেই ২৪ জনের মৃত্যু হয়েছে। জেলার ৭ উপজেলা থেকে এ পর্যন্ত ১৭ হাজার ৫৪৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ১৮ হাজার ৮৭৫জনকে।