গাজীপুরের শ্রীপুরে ফকির বেশে বাড়িতে ঢুকে গৃহবধূকে অস্ত্রের ভয় দেখিয়ে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামে।
এ ঘটনায় বাড়ির মালিক জহিরুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, সকালে বাড়িতে একা ছিলেন পুত্রবধূ ফাতেমা আক্তার (১৯)। এ সুযোগে অজ্ঞাত দুই ব্যক্তি ফকির বেশে বাড়িতে প্রবেশ করেন। অজ্ঞাতরা গৃহবধূকে হত্যার ভয় দেখিয়ে ঘরের ভেতর থেকে স্বর্ণালংকার, নগদ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন।
গৃহবধূ বাধা দিলে তাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন অজ্ঞাতরা। এসময় ঘরে থাকা ক্যাবিনেট থেকে নগদ দুই লাখ টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকারসহ পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এস আই অংকুর কুমার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।