আশিক মিনা, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানিতে ঢাল তৈরীর সময় ১০ টি ঢাল-সহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬-অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ফুকরা বাজারে সরদার ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় লোহার তৈরী ১০টি ঢাল উদ্ধার করা হয়। আগামী ১১ই নভেম্বর ইউপি নির্বাচনকে সামনে রেখে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে তৈরী হচ্ছিল বলে দাবি পুলিশের। আটককৃত হলো ওয়ার্কশপ মালিক উপজেলার কলসি ফুকরা গ্রামের আলগীর সরদার (৬০),
কর্মচারী দক্ষিণ ফুকরা গ্রামের ওহিদুল মোল্যার ছেলে তুহিন মোল্যা। কাশিয়ানি থানার উপ-পরিদর্শক (এস,আই) সজীব কুমার মন্ডল জানান,
আটককৃতরা ইউ,পি নির্বাচনে সহিংসতার কাজে ব্যবহারের জন্য ঢাল তৈরী করছিলেন, এমনি এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং ১০টি ঢাল সহ তাদেরকে আটক করা হয়
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।