ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। গৌরীপুর উপজেলা তাঁতী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ গোলাম সামদানী খান সুমন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গৌরীপুরে সর্বস্তরের জনগণকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন -করুনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি, সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে, ও মাক্স ব্যবহার করে, সবাই যেন নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করে।
তিনি আরো বলেন -মুসলমানের সবথেকে বড় উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদুল আযহা, বরাবরের মতোই এবারের করোনা ভাইরাসের জন্য এবারের ঈদে মানুষের অনেক ভোগান্তি সৃষ্টি হয়েছে। তাই করোনা ভাইরাসের কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সবাই পরিবাব, সঙ্গে ঈদ উদযাপন করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।