আতাউর রহমান, উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ): ১৫ আগস্ট রবিবার সকাল ১০টায় গৌরীপুর সরকারি কলেজের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদৎবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মিলটন ভট্টাচার্য্য বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের কলেজ সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল।
এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ড. আবুল ফারাহ (আরবি বিভাগ), প্রফেসর মো. জিল্লুর রহমান (বিভাগীয় প্রধান, সমাজকর্ম), মো. আলাউদ্দিন (সহযোগী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান), মো. হারুণ-অর-রশিদ (সহকারী অধ্যাপক, দর্শন), মো. শহিদুল ইসলাম (প্রভাষক, সমাজকর্ম), মো. শওকত আলী (প্রভাষক, ব্যবস্থাপনা), মো. নজরুল ইসলাম (প্রভাষক, প্রাণিবিজ্ঞান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।