জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার ৩নং জামুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শহীদুল ইসলাম খান হেষ্টিংসের নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি (সোমবার) বিকালে চানতারা গণ উচ্চবিদ্যালয়ের মাঠে নৌকা মার্কাকে বিজয় লক্ষ্যে এনির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

 

জামুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কামরুল হাসান খান।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ঘাটাইলের প্রয়াত সংসদ সদস্য ড. মতিউর রহমানের সুযোগ্য সন্তান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর জামাতা তানভীর রহমান সিএ, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো:শহীদুল ইসলাম খান হেষ্টিংস প্রমুখ।

এসময় আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।