মো. মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃস্বচ্ছভাবে পুলিশের কনস্টেবল নিয়োগে ফরিদপুরের চরভদ্রাসনে মসজিদে মসজিদে গিয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে পুলিশ।

একই সাথে পুলিশের কনস্টেবল নিয়োগে প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে, পাড়া-মহল্লায় সভা ও উঠান বৈঠক করে প্রার্থী এবং অভিভাবকদেরকে কারো সাথে অবৈধভাবে আর্থিক লেনদেন, তদবির এবং দালালদের থেকে ও সতর্ক থাকার প্রচারণা চালিয়ে যাচ্ছে পুলিশ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর ) চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পূর্বে প্রয়োজনীয় পুলিশী সেবাসহ আসন্ন পুলিশে নিয়োগ প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে উপস্থিত মুসল্লিদের সামনে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

একইদিন চরভদ্রাসন থানার এ.এস. আই. নাজমুল হোসেন উপজেলার সদর ইউনিয়নের পূর্ব,বি,এস,ডাঙ্গী জামে মসজিদেও আসন্ন পুলিশের কনস্টেবল নিয়োগ, পুলিশ ক্লিয়ারেন্স ও জিডিসহ থানা পুলিশের যেকোনে সেবা পেতে উপস্থিত মুসল্লিদের উদ্দ্যেশ্য জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।