চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহতদের মরদেহ বাড়ির উঠানেই দাফন করা হয়েছে। একই সঙ্গে কবরগুলোর ওপরে মজবুত করে ঢালাই দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৬ জন ও শিবগঞ্জ উপজেলার ১ জন আছেন। গত শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর গ্রামের মৃত ১৬ জন ও শনিবার (৭ আগস্ট) সকালে ওই নৌকার মাঝির কবরে মোট ১৭ জনের ঢালাই দেওয়া হয়েছে।
বজ্রপাতে মারা যাওয়ায় মরদেহ কবর থেকে চুরির ভয়ে ঢালাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা। বুধবার (৪ আগস্ট) দুপুরে বজ্রপাতে ১৭ জনের মৃত্যুর পর রাতেই একই পরিবারের ছয় জনকে বাড়ির উঠানে দাফন করা হয়। বাড়ির মালিক তোবজুল হক, তার স্ত্রী জামিলা বেগম, মেয়ে লাচন, ছেলে বাবুল, সাদিকুল ইসলাম ও সাদিকুলের স্ত্রী টকিয়ারা বেগমকে পাশাপাশি দাফন করা হয়।
বজ্রপাতে মৃত তোবজুলের জামাই মোহাম্মদ আলী বলেন, ‘এখানে আমার শ্বশুর-শাশুড়িসহ পরিবারের ছয় সদস্যকে দাফন করা হয়েছে। আমরা শুনেছি বজ্রপাতে মৃতদের লাশগুলো কবর থেকে চুরি করে নেওয়া হয়। সে ভয়ে বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে সিমেন্টের ঢালাই করেছি। ছয়টি কবর ঘিরে তিন ফুট ইটের গাঁথুনি দিয়ে তার ওপরে ঢালাই করা হয়েছে।’ নিহত তোবজুলের প্রতিবেশী তসিকুল জানান, তাদের পরিবারের বেশিরভাগ সদস্যই মারা গেছে। তাই এলাকার লোকজনই তাদের কবর খনন, দাফন কাজ ও কবরের ওপরে সিমেন্টের ঢালাইয়ের কাজ করেন। লাশগুলো সুরক্ষিত রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।