বাপ্পী সরকার, সাতক্ষীরা প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল বাজারে ব্যাবসায়ীর মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭:৩০ টার দিকে চাম্পাফুল কালিবাড়ি বাজার দিঘির পাড় মোড় থেকে এ ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী বাবু বসু কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছিল। ভুক্তভোগী বাবু বসু সমিল ব্যাবসায়ী এবং কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে গ্রামের সর্গীয় গৌর বসুর পুত্র।
তিনি জানান, ২৬শে জানুয়ারি তার নিজস্ব সমিলে তার ব্যবহৃত ডিসকভার মটরসাইকেল যার নং সাতক্ষীরা হ ১৫৮৭৯৪ রেখে বাজারে চা খাওয়ার জন্য আসে। কিছুক্ষন পরে সেখানে এসে তার মটরসাইকেলটি আর পাননি। এঘটনায় তিনি কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি চলছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।