মোত্তাহিদ ইসলাম মারজান | বিশেষ প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার পোস্ট অফিস সংলগ্ন ‘বীর বিক্রম পাড়া’র শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী সরকার বীর বিক্রম উক্ত তিন (৩) কিলোমিটার বিশিষ্ট স্হানটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক আবু হানিফা রন্জু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু,থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মনিরুল আলাম লিটু প্রমুখ।
স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে স্বাধীনতার খেতাব ধারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী সরকার বীর বিক্রম এর নামে প্রায় ৩ কিলোমিটার জুড়ে ‘বীর বিক্রম পাড়া’ নামকরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।