রোকন মিয়া,স্টাফ রিপোর্টার উলিপুর: কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক ভাবে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রমনা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সিডা ও প্লান ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের সহযোগীতায় রমনা ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মুদাফৎথানা এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাসবিরুল ইসলাম রকেট,সাপ্তাহিক যুগের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম নূরুল আমিন সরকার,(বিবিএফজি )প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ফারজানা ফৌজিয়া,রমনা ইউনিয়ন যুব ফোরামের সহঃ সভাপতি মোছাঃ লুৎফুন্নাহার হ্যাপী,মিজানুর রহমনান মিজান, (বিবিএফজি) প্রকল্পের ইউনিয়ন ফেসিলেটটর নয়ন রায় প্রমূখ ।
অন্যানো মধ্যে উপস্থিত ছিলেন,ইউ.পি সদস্যগণ,মুক্তিযোদ্ধা,শিক্ষক, চ্যাম্পিয়ন বাবা,কাজী, ইমাম- ঘটক,স্বাস্থ্যকর্মী,যুব ফোরাম সদস্যগণ এবং রমনা ইউনিয়নের বিভিন্ন স্তরের লোকজন।
সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামী ১১/১১/২০২১ ইং তারিখে রমনা ইউনিয়ন কে প্রাথমিক ভাবে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করার সিন্ধান্ত নেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।