মনিরামপুর উপজেলার শ্যামনগর গ্রামের বালা অরবিন্দ কুমার দাস এবং তার ছেলে বালা দেবব্রত দাস শ্রী শ্রী চড়ক পূজায় বিগত বছরের ন্যায় এবার দূর্বাডাঙ্গা ইউনিয়নের আসানগর গ্রামে বালাদারি করেন। আসানগর গ্রামের বাবু আদিত্য সরকার পূজার নেতৃত্ব দেন সাথে সাথে দেউলে হয়ে পূজা পরিচালনা করেন। মূল সন্ন্যাসী বাবু মানিক এবং আরও অনেকেই সন্ন্যাসী থেকে পূজায় বিভিন্ন ভক্তিমূলক কর্ম করেন।
চড়ক পূজায় আকর্ষণ থাকে নীল পূজা, খেঁজুর ভাঙা , হনুমান পূজা,কৃষি পত্তন, কাটা সন্ন্যাস।তাপস বিশ্বাস নামের এক ভক্ত বলেন এবার পূজায় বালা দেবব্রত দাস পূজার নিয়ম কানুন সুন্দর ভাবে পালন করেন এবং সুন্দর ভাবে ভক্তি ভরে ধর্মীয় বালার গান, অষ্টক গান পরিবেশন করেন । গ্রামের মানুষ উপোবাস করে ভগবান শিবেকে দুধ দিয়ে স্নান করিয়ে ফুল, বিল্লপত্র, প্রসাদ দিয়ে ভগবান শিবের পূজা করেন। তারা বালাদারির সুনাম করে একাত্মতা প্রকাশ করেন এবং সাথে সাথে সর্বশেষ ধুলোট পাট নিদ্রার মাধ্যমে পূজা শেষ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।