নুরুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি (নীলফামারী): নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবারী ইউনিয়নের তিস্তার তীরবর্তী এলাকা সিদ্ধেশ্বরী মাঝাপাড়া জান্নাতুল বাকি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।

শনিবার বিকেলে এই ধর্মীয় প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, “কদম” সংস্থার এর প্রধান নির্বাহী পরিচালক আক্তারুজ্জামান সংস্থাটির ভাইস চেয়ারম্যান শায়েখ সাইফুল ইসলাম মাদানি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, ঢাকা গেণ্ডারিয়া দি মেসেজ ফাউন্ডেশনের সি.ই.ও কদম এর সমন্বয়কারী মুসা সরকার ও সাংগঠনিক সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ডাউয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার এনামুল হক লেবু নগদ ৫হাজার টাক সহায়তা প্রদান করেন