বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের প্রফেসর ও গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা মৃত্যুর ঘটনায় গঠিত বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের সদস্য ডাঃ মোঃ আবু হাদী নূর আলী খান জানিয়েছেন, জেব্রাগুলোর নিয়মিত যে খাদ্য দেওয়া হতো সেই পার্কের ঘাসের মধ্যে থাকা লেড এবং বায়ু দূষণের উপস্থিতি পাওয়া গেছে। মারা যাওয়ার বেশ কয়েকটি কারণের মধ্যেও এটি একটি।

তিনি বলেন, ‘গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ঘাস জেব্রাগুলো নিয়মিত খাদ্য হিসেবে গ্রহণ করে। ল্যাব পরীক্ষায় পার্কের এসব ঘাসে সিসার উপস্থিতি পাওয়া গেছে। পার্কের আশপাশের পরিবেশটি ঘন শিল্পায়ন এলাকা। তা ছাড়া বিভিন্ন যানবাহনের জ্বালানি ও মোবিল থেকে কালো ধোঁয়ার প্রভাব এবং একই সঙ্গে সিসার উপস্থিতিতে প্রাণীগুলোর দেহে বিষক্রিয়া ঘটেছে।

একদিকে বায়ু দূষণ, অন্যদিকে প্রচ- শীতের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পার্কের আটটি জেব্রার মৃত্যু হয়েছে। মারা যাওয়া ১১টি জেব্রার মধ্যে তিনটি জেব্রার নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। তবে কি রকম আঘাতে এটি হয়েছে- তা ওই তিনটি মৃত জেব্রার ধারণকৃত ছবি দেখে নিশ্চিত করা যাচ্ছে না’।

 

কলমকথা/সাথী