রংপুর সিটি করপোরেশনের আগামী নির্বাচনে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে জাপার প্রার্থী হিসেবে আগাম ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর জেলা ও মহানগর কমিটির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এসময় জিএম কাদের বলেন, ১৯৯০ সালের পর থেকে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখার পর দেশের মানুষ অচল মুদ্রা বাদ দিয়ে নতুন মুদ্রা আনার সিদ্ধান্ত নিয়েছেন। তখন থেকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে না।
সুশাসনের অভাবে মানুষ নানাভাবে নির্যাতিত হচ্ছে। ন্যায় বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা নিশ্চিত হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। পরে স্থানীয় নেতাকর্মীরা জিএম কাদেরকে রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এসময় মহানগর জাতীয় পার্টির সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ উপজেলা ও মহানগরের সকল ওয়ার্ড কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।