ডাঃ আজাদ খান, স্টাফ রিপোর্টার জামালপুর: তাং ১৪/১১/২০২১ ইং সারাদেশের ন্যায় আজ ১৪ নভেম্বর জামালপুরেও এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। জেলায় মোট ৮৭টি কেন্দ্রে ৩৯ হাজার ৮শ ১১ জন পরীক্ষার্থী এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২১ইং সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জেনারেল শাখায় ৫১ টি কেন্দ্রে ৩০ হাজার ১শ ১১ জন, ভোকেশনাল ২৩ টি কেন্দ্রে ৫ হাজার ৬ শ ২ জন ও দাখিল ১৩ টি কেন্দ্রে ৪ হাজার ৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারি ইভা বলেন, এসএসসি ও সমমান পরীক্ষা আমরা শান্ত, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে পারব। এদিকে আজকের পরীক্ষার পরিদর্শন করেন, জামালপুর সদরের সহকারী ভূমি কমিশনার তাহমিনা আক্তার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।