ডাঃ আজাদ খান, (জামালপুর )ষ্টাফ রিপোর্টার:নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার সভাপতি, বিশিষ্ট মানবাধিকার কর্মী সিনিয়র সাংবাদিক এম. এইচ. মজনু মোল্লা র জন্মদিন।
এ উপলক্ষ্যে শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে দূস্হদের মাঝে খাবার বিতরণ,
সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ডের মানবিক সহযোদ্ধারা।
সন্ধ্যা ০৭ টায় কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ডের গেইট পাড়স্হ অফিস কার্যালয়ে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন স্বাস্হ্য বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলাম।
দোয়া শেষে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান মানবিক জামালপুরের কর্ণধার বিশিষ্ট গুণী ব্যাক্তিত্ব এস. এম. কামরুল হাসান ও কৃষিব্যাংক কর্মকর্তা আবু হানিফা তরফদার, জামালপুর হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ ছালাম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সহঃ সভাপতি মোঃ স্বপন প্রমুখ।
সবশেষে যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক খান ও সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ শফিকুল ইসলাম আজাদ খানের নেতৃত্বে কেক কাটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সহঃ সভাপতি শাহিনুর রহমান, শাহিনুর ইসলাম, এডভোকেট আইয়ূব আলী, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ বিলকিস আক্তার সহ কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
কেক এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।