ডা. আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ জামালপুর সদর, মেলান্দহ ও ইসলামপুর উপজেলাধীন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

অদ‍্য মঙ্গলবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুর্শেদা জামান।

 

শপথ নেয়ার আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। এ শপথ গ্রহন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দিলরুবা আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মাহমুদা বেগম।

 

জেলা প্রশাসক মুর্শেদা জামান নব নির্বাচিত চেয়ারম্যানগণ দের উদ‍্যেশ‍্য করে বলেন, আপনাদের তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে।

উক্ত শপথ গ্রহন অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়ন ব্যতিরেকে বাকী ১৪ জন চেয়ারম্যান, মেলান্দহের ৬ জন এবং ইসলামপুরের ৫ জন সহ সর্বমোট ২৫ জন নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।