জামালপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের দেড় কোটি টাকার দাবী পরিশোধ ও উন্নয়ন সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার জামালপুর শহরের বেলটিয়াস্থ শহরের অন্যতম বিনোদন কেন্দ্র লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে এক আলোচনা সভায় কোম্পানীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ বাহার উদ্দিন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ কাজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। সার্বিক তত্বাবধানে ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের জামালপুর জোনাল অফিসের চীফ জোনাল ম্যানেজার মোঃ আজিজুল হক।
সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে দুপুরের আহার পরিবেশনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় দুইজন বীমা গ্রাহকের কাছে মোট এক কোটি পঞ্চান্ন লাখ টাকার বীমা দাবীর চেক বিতরণ করা হয়েছে এবং বীমার মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বক্তাগণ বিশদ আলোচনা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।