ডা. আজাদ খান, ষ্টাফ রিপোর্টার জামালপুর: আজ বুধবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে সাত/আট ঘটিকার সময় জামালপুর-মুক্তাগাছা-ময়মনসিংহ সড়কে নান্দিনার খড়খড়িয়া প্রাইমারি স্কুলের নিকটবর্তী ময়মনসিংহ গামি (রাজিব এন্টারপ্রাইজ) রাজিব বাসের সাথে জামালপুর গামি সিএনজির সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি ও সাথে আরোহী যাত্রীগণ ।
ঘটনাস্থলেই একজন নিহত হয় ও গুরুতরভাবে আহত হয় আরো ৫ জন। ঘটনাস্হলে নিহত ব্যাক্তির নাম সুমন কুমার কুন্ডু (৩৫)। তার বাড়ী পাবনা জেলার ঈশ্বরদীতে । তিনি একটি বেসরকারী কোম্পানি (কিউট) তে টিএসও পদে জামালপুর জেলায় কর্মরত ছিলেন। আশঙ্কা জনক এবং গুরুতর আহতদের কে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের লোকজন।
হাসপাতালে পৌছানোর পর তাদের মধ্য থেকেও ১ জনের মৃত্যু ঘটে । আশঙ্কাজনক রয়েছে আরো ৪ জন । স্থানীয়রা বলছিলো রাজীব গাড়ীর বেপয়োরা চলা এবং বিভিন্ন টার্নিং এরিয়ায় সিএনজি দ্রুত গতীতে চালিয়ে ওভারটেকিং করার কারণেই প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা ঘটছে। জামালপুর সদর থানা পুলিশ রাজিব বাসটিকে জব্দ করেছে। বাস চালক-হেলপাররা বর্তমানে পলাতক রয়েছে ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।