ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার পেন ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা’র শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মাস্ক এবং শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ মহামারি প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের আহ্বানে অদম্য মানসিকতা নিয়ে স্বপ্নলোকের পাঠশালা’র ১ম ও ২য় ক্যাম্পাসের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যেয়ে মাঝে শিশু খাদ্য ও অভিভাবকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। শনিবার সকাল ১০টায় ঝিকরগাছা পৌর সদরে কৃষ্ণনগরস্থ মাঠপাড়া ও মোবারকপুরস্থ কলেজপাড়ার আয়োজনে উপস্থিত ছিলেন, স্বপ্নলোকের পাঠশালা’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, শিক্ষক রিজন বিশ্বাস, স্বপ্নলোকের পাঠশালা’র শিক্ষক বিথী ইসলাম ও শারমীন আক্তার শান্তা সহ আরো অনেকে। এসময় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ সংবাদকর্মীদের জানান, সিআরআই-জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী যশোরের ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন মহামারী করোনাকালীন সময়ের শুরু থেকে কর্মহীন, অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী, তরকারী, ঈদ সামগ্রী, নগদ অর্থ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ব্লিচিং পাউডার সহ সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ পোশাক ও শিশু খাদ্য নিয়মিতভাবে বিতরণ করছে। তিনি আরো বলেন, আমি ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহবান করছি।