ভালুকা,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ডে নিরাপদে পারাপারে জন্য ফুট ওভারব্রিজ থাকলেও রক্ষণাবেক্ষণ না করায় এখন ঝুঁকি নিয়েই ব্রিজ পার হচ্ছে মানুষ৷ দিনকে দিন ঝুকিপূর্ণ হচ্ছে পুরাতন বাসস্ট্যান্ডের স্ট্রীলের তৈরি ফুট ওভারব্রিজটি।সরজমিনে গিয়ে দেখা যায়, সিঁড়ির রেলিংয়ের নাট ঢিলে হওয়া ও পাটাতন জ্বালাই ছেড়ে দেওয়ায় পথচারিদের চলাচলের সময় খট খট শব্দে আতঙ্ক তৈরি হয়। ফলে দিন দিন ওই সেতুটি দিয়ে চলাচলে অনিহা বাড়ছে পথচারিদের। একমতো ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছে তারা। বড় কোনো দূর্ঘটনা ঘটার আগেই সেতুটি মেরামতের দাবি জানিয়েছে পথচারিরা।গত কয়েক মাস পূর্বে মহাসড়কের ব্যারিকেড ডিঙিয়ে পার হওয়ার সময় গফরগাঁও এলাকার এক যুবক নিহত হন।
রিপন নামে একজন পথচারি জানান, সিঁড়ি ও পাটাতনের সমস্যা তো আছেই। দীর্ঘদিন ধরে ফুট ওভারব্রিজটির বিভিন্ন স্থান দখল করে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে মাইকিং করে টাকা আদায় করা হয়। ভিক্ষুকরা তো আছেই। এদের কারণে পথচারিরা ঠিকমত চলাচল করতে পারেনা। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন আমি সড়ক ও জনপথ বিভাগে ফোন দিয়েছি,এখন পর্যন্ত তারা কোন পদক্ষেপ নেয়নি।আসা করি খুব দ্রুত ফুট ওভারব্রিজের সংস্কারের কাজ শুরু হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।