টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— স্বাধীন (২৪), পাবনা সদর এলাকার হান্নান মোল্লার ছেলে ও একই এলাকার মোস্তাক হোসেন (২৮)।
সম্পর্কে তারা শালা-দুলাভাই। স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, স্বাধীন ও তার বোনজামাই মুস্তাক দুজনেই ঢাকার একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। ছুটি শেষে বুধবার বিকালে পাবনা থেকে তারা ঢাকার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন।
পথিমধ্যে মহাসড়কের চরভাবলা নামকস্থানে এসে পৌঁছলে অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, লাশ থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।