টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণে জনসমাগম হলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা। অধিকাংশ ভোটারের মুখেই মাস্ক দেখা যায়নি এবং সামাজিক দূরত্বের কোন বালাই নেই।
সোমবার দুপুর এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ সময় পর্যন্ত পুরুষ ৩০-৩১ শতাংশ এবং নারী ২৫-২৬ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইভিএমে ভোটগ্রহণ করায় নারীরা ভোট প্রয়োগে সামান্য একটু সময় বেশি নিচ্ছেন। তবে নারী-পুরুষ উভয় ভোটারের উপস্থিতি লক্ষ্য করার মতো।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গোপালপুর উপজেলার মির্জাপুর, আলমনগর, হাদিরা, নগদাশিমলা এবং ধোপাকান্দি এ পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১৫৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে ৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। শতকরা হিসেবে ৮৮ ভাগের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নির্বাচনে মোট ভোটার এক লাখ ১৭ হাজার ৭৩ জন। এর মধ্যে পুরুষ ৫৮ হাজার ৮৯২ জন ও ৫৮ হাজার ১৮১ জন নারী ভোটার রয়েছে।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, বিগত সময়ের মতো এবারও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে আসার জন্য এরইমধ্যে সভা করে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থক এবং ভোটারদের অনুরোধ করা হয়েছিল। তবে তা বেশিরভাগ মানুষ মানছেন না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।