টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় রফিকুল ইসলাম নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার দেউলাবাড়িতে এই র্মমান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ঝুনকাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ের সহকারি শিক্ষক। তার বাড়ি উত্তর খিলগাতি গ্রামে।
নিহতের পরিবার ও তার সহকর্মীরা জানান, স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল ছাত্তার অসুস্থ থাকায় সকল শিক্ষক মিলে বৃহস্পতিবার দুপুরে তাকে দেখতে পাশ্ববর্তী গোপালপুর উপজেলায় কৃঞ্চপট্রি গ্রামে যান।
সেখান থেকে গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ দেখে তিনিসহ তিন সহকর্মী মোটরসাইকেল যোগে উপজেলার পাকুটিয়ায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।