ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগাদান করেছেন মো. মাহবুবুর রহমান।

এর আগে তিনি স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ছিলেন। মঙ্গলবার বিকেলে বিদায়ী জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহন করেন।

নবাগত জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, জেলার সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। করোনাভাইরাসে জেলার আক্রান্তের হার উল্লেখ করে সকলকে সচেতন থেকে এটি মোকাবেলায় গুরুত্বপুর্ন ভূমিকা পালনের আহবান জানান। পরে বিদায়ী জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম নতুন জেলা প্রশাসক মাহবুবুর রহমানকে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত অদম্য কর্ণার, অদম্য মাল্টিপারপাস হল সহ কার্যালয়ের গুরুত্বপুর্ন স্থাপনা ঘুরে দেখান।

উল্লেখ্য, ৩১ মে বিকেলে জনপ্রশাসণ মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ঠাকুরগাঁও জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান তিনি। এছাড়া বিদায়ী জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।