ঠাকুরগাঁওয়ে কঠোরভাবে পালিত হচ্ছে সরকার ঘোষিত দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের লগডাউন। আজ বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন ব্যাপি এ লগডাউন চলছে৷

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শহরে কোথাও কোন গণপরিবহন চলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারি ও দুর পাল্লার বেশ কিছু কিছু অটোরিকশা ও রিকসা শহরে চলাচল করতে দেখা গেছে। রাস্তাঘাট ফাকা। মানুষের সমাগম অনেক কম রাস্তায় থাকলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বেশ কিছু ভিড় আজ সকাল থেকে লক্ষ্য করা গেছে।

এদিকে বিভিন্ন হাট বাজারে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। যেখানে স্বাস্খ্যবিধিও কম মানা হচ্ছে। তবে জরুরি প্রয়োজন ছাড়া তেমন কেউ বের হচ্ছেন নাহ৷ আর ব্যাংক বীমাসহ সকল ধরণের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও প্রশাসন লগডাউনে যথেষ্ট সচেষ্ট রয়েছেন।

শহরে আর্টগ্যালারি, চৌরাস্তা, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, রেব, আনসারসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী সদস্যরা টহল দিতে দেখা গেছে। তাছাড়াও জেলা ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে ও গ্রামে লগডাউন কঠোরভাবে পালনে প্রশাসনের একাধিক টিম কাজ করছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সকল প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ব্যাংক বীমা ও গণপরিবহন ও। আর মানুষে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানতে প্রশাসনের ৭-৮ টি টিম কাজ করছে শহরে ও গ্রামাঞ্চলে। আর ঠাকুরগাঁও শহরের করোনা পরিস্থিতি বর্তমানে অন্য জায়গার তুলনায় অনেক ভালো৷ আশা করি সকলে সরকারি নির্দেশনা মেনে চলবেন। আর যারা মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন বলেও জানান তিনি।