চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ৫নং বালিয়া ইউনিয়নে”ছোট বালিয়া স্বেচ্ছাসেবী সংগঠন” নামে একটি সংগঠন উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে বালিয়া এম, বি, এস, সি, উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই নতুন স্বেচ্ছাসেবী সংগঠন টির আত্মপ্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নং বালিয়া ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম মুক্তি, বালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, হরিশ চন্দ্র বর্মন, সাংবাদিক রুবেল রানা, এম এ সালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আমন্ত্রিত অতিথিরা বলেন, অন্যান্য সংগঠনের মত এই সংগঠনটি হাঁটি হাঁটি পা করে অনেক দূর এগিয়ে যাবে এবং সমাজের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবে। খেলাধুলাসহ সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকবে।
অনুষ্ঠান শেষে ইউপি চেয়ারম্যান নুর এ আলম (মুক্তি) সংগঠনের সভাপতি, আল আমিন এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম এর নাম ঘোষণা করে ৩২ সদস্য বিশিষ্ট কাগজপত্র হাতে তুলে দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।