মোঃ আল-আমিন ইসলাম,ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:
ঠাকুরগাঁও শহরের দুরামারি নামক এলাকায় ট্রাকচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭.৪০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত আরোহীর নাম শামসুদ্দিন হোসেন (৪৫)। তাঁর বাড়ি মাতৃকা এলাকায়। নগরের থানার এসআই হিরোম নয় জানান, সাইকেলের চালক ট্রাকচাপায় মারা গেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, তাঁরা মাতৃকা থেকে একটি সাইকেলে নগরের ঠাকুরগাঁও কাঁচামাল আরদের দিকে দিকে যাচ্ছিলেন। পেছনের ট্রাক তাঁকে চাপা দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।