চট্টগ্রামের লোহাগাড়ায় ডাম্পট্রাকের চাপায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে আধুনগর এলাকায় এ ঘটনা ঘটে। আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারকে একটি ডাম্পট্রাক ভোর ৫টার দিকে চাপা দেয়।

এতে প্রাইভেট কারটিতে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অপর যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

 

কলমকথা / সাথী