নুরুজ্জামান সরকার, স্টাফ রিপোর্টার (নীলফামারী): নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া নতুন বাজার সংলগ্ন বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। বুধবার (১০- নভেম্বর, ২০২১) সন্ধা ৭ঘটিকায় উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া নতুন বাজার সংলগ্ন মাঠে এই ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলা শুভ উদ্বোধন ঘোষণা করেন ৭নং খালিশা চাপানী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক এবং ৪নং খালিশা (বাইশ পুকুর) এর মেম্বার পদপ্রার্থী মোঃ রবিউল ইসলাম শিমুল ( সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিকলীগ, খালিশা চাপানী ইউনিয়ন শাখা), বিশিষ্ট সমাজসেবক মোঃ রবিউল ইসলাম (শুকারু),
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, শ্রী বিকাশ চন্দ্র রায় (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ,খালিশা চাপানী ইউনিয়ন শাখা) সহ অনেকেই। উল্লেখ্য যে, আজকের উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেছেন শ্রী দীপংকর এর দল ও মোঃ আরমান হোসেন এর দল এর মধ্যে জয়লাভ করেন শ্রী দীপংকর এর দল ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।